হোম > সারা দেশ > ঢাকা

কচুয়া উপজেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স হস্তান্তর

স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে সরকারের পক্ষ থেকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। গত ১২ জুন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদান করে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

এই উপলক্ষে গতকাল রোববার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ শেখ হাসিনা সরকারের উপহার হিসেবে অ্যাম্বুলেন্সটির কার্যক্রম উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন চৌধুরী সোহাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, জেলা পরিষদের সদস্য সালাউদ্দিন ভূঁইয়া, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রায়হান, সিনিয়র স্টাফ নার্স তাসনিমা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার প্রমুখ। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন