হোম > সারা দেশ > ঢাকা

কচুয়া উপজেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স হস্তান্তর

স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে সরকারের পক্ষ থেকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। গত ১২ জুন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদান করে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

এই উপলক্ষে গতকাল রোববার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ শেখ হাসিনা সরকারের উপহার হিসেবে অ্যাম্বুলেন্সটির কার্যক্রম উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন চৌধুরী সোহাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, জেলা পরিষদের সদস্য সালাউদ্দিন ভূঁইয়া, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রায়হান, সিনিয়র স্টাফ নার্স তাসনিমা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার প্রমুখ। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু