হোম > সারা দেশ > গাজীপুর

টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

মালিক কর্মচারীকে পিটিয়ে আহত করে পাঁচ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবলীগ নেতা আজিজুর রহমান জন ও তার চার সহযোগীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সোমবার শ্রীপুর থানায় মাওনা চৌরাস্তার মেসার্স মোড়ল এন্ড কোং এর ম্যানেজার মোহাম্মদ জাহিদুল হাসান শরিফ বাদী হয়ে মামলা করেন।

জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় গাজীপুর শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার প্রশিকা মোড় এলাকায় টাকা ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

হামলায় আহতরা হলেন-মেসার্স মোড়ল এন্ড কোং এর মালিক আলহাজ্ব আ. কাদির মোড়ল, ম্যানেজার মোহাম্মদ জাহিদুল হাসান শরিফ, কর্মচারী আলমগীর, রুবেল বাসার নিরাপত্তা প্রহরী সুকুমার।

মামলায় অভিযুক্তরা হলেন-স্থানীয় যুবলীগ নেতা কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মোহাম্মদ মাহবুবুর রহমানের ছেলে মো. আজিজুর রহমান জন (৩২), মোবারকের ছেলে সবুজ মিয়া (৩২), আঃ ছাত্তারের ছেলে তাইজুদ্দিন (৪০), মূলাইদ গ্রামের সাকিব (৩০) ও রিয়েল (৪০)।

মামলা সূত্রে জানা গেছে, মাওনা চৌরাস্তায় মেসার্স মোড়ল এন্ড কোং নামক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত মো. জাহিদুল হাসান শরিফ। তিনি রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানের পাঁচ লাখ ৩০ হাজার টাকা একটি ব্যাগে করে মালিক আঃ কাদির মোড়লের বাসায় পৌঁছে দিতে যান। বাড়ির অদূরে পৌঁছাতেই অভিযুক্তরা হামলা করে ম্যানেজারকে আহত করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ম্যানেজারের চিৎকার শুনে মালিক আঃ কাদির কর্মচারী আলমগীর, রুবেল ও নিরাপত্তা প্রহরী সুকুমার এগিয়ে আসে। হামলাকারীরা তাদেরও পিটিয়ে আহত করে। এ সময় ম্যানেজার শরিফের কাছে থাকা পাঁচ লাখ ৩০ হাজার টাকা ভর্তি ব্যাগটি হামলাকারীরা ছিনিয়ে নেয়।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তাদের ধরতে অভিযান চলছে। 

শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।         

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল