হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিস ও পুলিশ বক্স ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং ট্র্যাফিক পুলিশ বক্স ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেওয়ার পর উত্তেজিত হয়ে এই হামলা চালায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বিকেল ৫টায় আন্দোলনকারীরা হঠাৎ দুই ভাগে বিভক্ত হয়ে পুলিশ বক্স ও আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা টেবিল, চেয়ার, আলমারি, এসি, ফ্যান ভাঙচুর করে। একই সময়ে পুলিশ বক্সের ভেতরে চেয়ার টেবিল ভাঙচুর ও জানালার কাচ ভেঙে ফেলে।’ 

রেস্তোরাঁ কর্মচারী আসাদ বলেন, ‘বিকেলে চাষাঢ়া থেকে পুলিশ টিয়ার শেল ও গুলি করে আন্দোলনকারীদের সরিয়ে দিচ্ছিল। তাদের চাষাঢ়া থেকে হটাতে হটাতে ২ নম্বর রেলগেট এলাকায় নিয়ে আসে। এ সময় আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ অফিস ও পুলিশ বক্সে হামলা চালায়। কিন্তু দুইটি অফিসের ভেতরে কেউ ছিল না। প্রায় ১৫ মিনিট ভাঙচুর করে তারা চলে যায়।’ 

এর আগে, দুপুর সাড়ে ১২টা থেকে চাষাঢ়া এলাকায় পুলিশের সঙ্গে কোটা বিরোধী শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় সাড়ে ৫ ঘণ্টা ধরে চলে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। বিকেল ৬টার পর আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিয়ে আশপাশের গলিতে অবস্থান নিয়েছে। তবে পুলিশ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা এখনো চাষাঢ়া গোলচত্বর এলাকায় পাহারা দিচ্ছে।

ঢাকা-১৯ আসন: বিভক্ত জামায়াত, সুযোগ বিএনপির

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

মুছাব্বির হত্যা: পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় অস্বীকার, কারাগারে বিল্লাল

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে