হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নববর্ষে স্কুলের শ্রেণিকক্ষে পাঠদান, অপরাধ নেই–বললেন প্রধান শিক্ষক

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নববর্ষে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি পাইলট স্কুলে পাঠদান। ছবি: আজকের পত্রিকা

পয়লা বৈশাখ সরকারি ছুটি থাকলেও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি (এনএএম) পাইলট উচ্চবিদ্যালয়ে চলছে পাঠদান। আজ সোমবার সকাল থেকে স্কুলের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করাতে দেখা গেছে।

তবে এতে অপরাধের কিছু নেই বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, যেহেতু স্কুলটিতে বর্তমানে এসএসসি পরীক্ষাকেন্দ্র, তাই বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। শিক্ষার্থীদের পড়া যেন পিছিয়ে না যায়, সে জন্য শ্রেণিকক্ষে পাঠদান করানো হচ্ছে। এতে তো অপরাধের কিছু নেই।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের স্কুলড্রেস পরিহিত অবস্থায় বিভিন্ন শ্রেণিকক্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত চলছে পাঠদান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেত হাতে নিয়ে বিভিন্ন শ্রেণিকক্ষে ঘুরে বেড়াচ্ছেন।

জানতে চাইলে মাইমুনা ইসলাম নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘আমাদের শিক্ষকেরা বিদ্যালয়ে আসতে বললে তো আসতেই হবে। আমাদের ক্লাস করানো হবে বলে বই-খাতা নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী বছর আমাদের এসএসসি পরীক্ষা, তাই শিক্ষকেরা ক্লাস করানো হবে বলে জানিয়েছেন।’

নবম শ্রেণির শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, ‘শিক্ষকেরা ক্লাস করানো হবে জানিয়ে আমাদের বই-খাতা নিয়ে স্কুলে আসতে বলেছেন, তাই আজকে আসছি।’

নববর্ষে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি পাইলট স্কুলে পাঠদান। ছবি: আজকের পত্রিকা

বিদ্যালয়ের শিক্ষক বশির উদ্দিন বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষকের নির্দেশনায় শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে। এখানে আমরা চাকরি করি, তাই তাদের নির্দেশনা পালন করতে হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন শিক্ষক বলেন, এবার বই দিতে অনেক বিলম্ব হয়েছে। তাই ছাত্রছাত্রীরা পড়াশোনায় পিছিয়ে রয়েছে। এ জন্য আজ ক্লাস করানোর নিয়ম না থাকলেও শিক্ষার্থীদের নিয়ে এসে ক্লাস করানো হচ্ছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। এমন একটি দিনে ক্লাস করানো ঠিক হয়নি। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, ইনকিলাব মঞ্চের অবস্থান পরিবর্তন

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে