হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে অবরোধের সমর্থনে বাঁশের লাঠি হাতে বিএনপির মিছিল

গাজীপুরের শ্রীপুরে দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে আজ রোববার সকালে বাঁশের লাঠি হাতে মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই বিক্ষোভ মিছিল করেন বিএনপির শতাধিক নেতা-কর্মী। 

কেন্দ্রঘোষিত দুই দিনের (৫ ও ৬ নভেম্বর) লাগাতার অবরোধ কর্মসূচিতে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়কে মিছিল করেন। নেতা-কর্মীদের হাতে ছিল বাঁশের লাঠি। 

কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় বিএনপি ঘোষিত দুই দিনের লাগাতার অবরোধ কর্মসূচি সফল করতে শ্রীপুর উপজেলা বিএনপির নেতা-কর্মীদের নিয়ে রাজপথে রয়েছি। মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের দূরে রাখা যাবে না। নেতা-কর্মীরা আজ আর গ্রেপ্তার, মিথ্যা মামলার ভয় করে না। এত অত্যাচার, নির্যাতন, পুলিশি হয়রানি, মিথ্যা মামলার পরও বিএনপির ডাকে সাধারণ মানুষ সাড়া দিচ্ছে। অবরোধ কর্মসূচি সফল করতে কাজ করছে।’ 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, গাজীপুর জেলা উলামা দলের আহ্বায়ক সিরাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। জনগণের জানমালের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করছে পুলিশ। যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।’

রায়েরবাজারে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর ‎

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ