হোম > সারা দেশ > গোপালগঞ্জ

ছাত্রলীগ নেতাকে পরীক্ষা দিতে বাধা, বশেমুরবিপ্রবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা

গোপালগঞ্জ প্রতিনিধি

ছাত্রলীগের এক নেতাকে পরীক্ষা দিতে বাধা দেওয়ার জেরে হামলার ঘটনা ঘটে। ছবি: স্ক্রিনশট

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই সমন্বয়কসহ চারজন আহত হয়েছেন।

হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীরা জড়িত বলে অভিযোগ করছেন সমন্বয়কেরা। তাঁরা অভিযোগ করেন, হামলার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা।

ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর।

আজ শনিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর শরীফ সরকার জানান, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ আজ পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ের হলে প্রবেশ করেন। এ সময় সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা তাঁকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

ওমর শরীফ বলেন, এ সময় ছাত্রলীগ কর্মীরা তাঁকেসহ সমন্বয়ক সাকিব আহমেদ, শিক্ষার্থী মোহাম্মদ জসিমুদ্দিন, ফয়সাল জামান ফাহিম ও বেশ কয়েকজনের ওপর হামলা চালায়। হামলার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপরেও হামলা চালানো হয়।

এ ঘটনার প্রতিবাদে ও ছাত্রলীগ কর্মীদের গ্রেপ্তারের দাবিতে সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে।

এ বিষয়ে কথা বলতে ছাত্রলীগের একাধিক নেতা–কর্মীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁদের নম্বর বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুজ্জামান রাজিব আজকের পত্রিকাকে বলেন, ‘ছুটির দিন হওয়ায় আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম না। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়েছি। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরেরা পরিস্থিতি সামাল দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন শান্ত রয়েছে। রাতে উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টির সমাধান করা হবে।’

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার