হোম > সারা দেশ > ঢাকা

অগ্নিঝুঁকি-অনিয়ম ঠেকাতে পুরান ঢাকায় অভিযান ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অগ্নিঝুঁকি কমানো ও অনিয়ম ঠেকাতে মাঠে সক্রিয় রয়েছে দায়িত্বশীল সংস্থাগুলোর ভ্রামমাণ আদালত। আজ মঙ্গলবার (১২ মার্চ) পুরান ঢাকায় দেবিদাস ঘাট লেনের কামালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, এই এলাকায় অভিযান চালিয়ে শরীফ প্লাস্টিক প্রোডাক্ট নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা, নামহীন ছোট দুটি প্লাস্টিক প্রোডাক্টের কারখানাকে ৫০ হাজার করে এক লাখ টাকা এবং মধুমতী ফুটওয়্যার নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় দেখা যায়, এসব কারখানা ও প্রতিষ্ঠানে কোনো ধরনের অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না। এ ছাড়া খুবই অল্প পরিসরে প্লাস্টিক পণ্যসামগ্রী প্রস্তুত করা হচ্ছিল এবং এসব কারখানা ও প্রতিষ্ঠান কোনোটিই যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র বা অনুমতি ছিল না।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকেও অভিযান পরিচালনা করা হয়েছিল। ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, পণ্যের দাম বেশি রাখায় গুলশান-২ এলাকায় কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করেছেন ডিএনসিসি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন। এ সময় কিছু দোকানে নির্ধারিত মূল্যতালিকা না থাকায় এবং নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে পণ্য বিক্রি করায় মোট ৫টি মামলায় মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে রাজধানীর বাড্ডা এলাকার মেসার্স আরিফ ফুড অ্যান্ড কনজ্যুমারস জালিয়াতি করে পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় জানানো হয়, বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই লোগো ব্যবহার করছিল কোম্পানিটি।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ