হোম > সারা দেশ > ঢাকা

অগ্নিঝুঁকি-অনিয়ম ঠেকাতে পুরান ঢাকায় অভিযান ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অগ্নিঝুঁকি কমানো ও অনিয়ম ঠেকাতে মাঠে সক্রিয় রয়েছে দায়িত্বশীল সংস্থাগুলোর ভ্রামমাণ আদালত। আজ মঙ্গলবার (১২ মার্চ) পুরান ঢাকায় দেবিদাস ঘাট লেনের কামালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, এই এলাকায় অভিযান চালিয়ে শরীফ প্লাস্টিক প্রোডাক্ট নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা, নামহীন ছোট দুটি প্লাস্টিক প্রোডাক্টের কারখানাকে ৫০ হাজার করে এক লাখ টাকা এবং মধুমতী ফুটওয়্যার নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় দেখা যায়, এসব কারখানা ও প্রতিষ্ঠানে কোনো ধরনের অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না। এ ছাড়া খুবই অল্প পরিসরে প্লাস্টিক পণ্যসামগ্রী প্রস্তুত করা হচ্ছিল এবং এসব কারখানা ও প্রতিষ্ঠান কোনোটিই যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র বা অনুমতি ছিল না।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকেও অভিযান পরিচালনা করা হয়েছিল। ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, পণ্যের দাম বেশি রাখায় গুলশান-২ এলাকায় কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করেছেন ডিএনসিসি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন। এ সময় কিছু দোকানে নির্ধারিত মূল্যতালিকা না থাকায় এবং নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে পণ্য বিক্রি করায় মোট ৫টি মামলায় মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে রাজধানীর বাড্ডা এলাকার মেসার্স আরিফ ফুড অ্যান্ড কনজ্যুমারস জালিয়াতি করে পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় জানানো হয়, বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই লোগো ব্যবহার করছিল কোম্পানিটি।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে