হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বন্দরে ইলিশ মাছ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জ বন্দরের মৎস্য কর্মকর্তা এবং কলাগাছিয়া নৌ-পুলিশের যৌথ অভিযানে ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে পরিত্যক্ত অবস্থা ফেলে রাখা ৮ কেজি মা ইলিশ মাছ।

শনিবার বেলা সাড়ে ১২টায় বন্দর থানার শীতলক্ষ্যা নদীর মোহনায় এই যৌথ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করার খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক জানান, বন্দর উপজেলার মৎস্য অধিদপ্তর এবং কলাগাছিয়া নৌ পুলিশ যৌথ ভাবে শীতলক্ষ্যা নদীর মোহনায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি নিষিদ্ধ মৌসুমে নির্দেশনা উপেক্ষা করে ইলিশ মাছ শিকার করছে জেলেরা। এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি।

তিনি আরও জানান, আমাদের অভিযান টের পেয়ে জেলেরা প্রায় ৮ কেজি মা ইলিশ মাছ ও নিষিদ্ধ কারেন্টজাল ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা উদ্ধারকৃত ৮ কেজি ইলিশ মাছ জব্দ করে স্থানীয় মাদ্রাসায় বিতরণ করেন। এবং নিষিদ্ধ কারেন্টজালগুলো পুড়িয়ে ফেলা হয়। নিষিদ্ধ মৌসুমজুড়ে আমাদের এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে। 

উল্লেখ্য, মা ইলিশের বিচরণ এবং ডিম পারার মৌসুম হিসেবে সরকার ইলিশ আহরণে নির্ধারিত সময় বেঁধে দিয়েছে। এই সময়ের ভেতর ইলিশ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এর মাঝেও জেলেরা পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রায়ই শীতলক্ষ্যার মোহনা ও মেঘনা নদী থেকে ইলিশ শিকার করেন।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’