হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বন্দরে ইলিশ মাছ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জ বন্দরের মৎস্য কর্মকর্তা এবং কলাগাছিয়া নৌ-পুলিশের যৌথ অভিযানে ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে পরিত্যক্ত অবস্থা ফেলে রাখা ৮ কেজি মা ইলিশ মাছ।

শনিবার বেলা সাড়ে ১২টায় বন্দর থানার শীতলক্ষ্যা নদীর মোহনায় এই যৌথ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করার খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক জানান, বন্দর উপজেলার মৎস্য অধিদপ্তর এবং কলাগাছিয়া নৌ পুলিশ যৌথ ভাবে শীতলক্ষ্যা নদীর মোহনায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি নিষিদ্ধ মৌসুমে নির্দেশনা উপেক্ষা করে ইলিশ মাছ শিকার করছে জেলেরা। এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি।

তিনি আরও জানান, আমাদের অভিযান টের পেয়ে জেলেরা প্রায় ৮ কেজি মা ইলিশ মাছ ও নিষিদ্ধ কারেন্টজাল ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা উদ্ধারকৃত ৮ কেজি ইলিশ মাছ জব্দ করে স্থানীয় মাদ্রাসায় বিতরণ করেন। এবং নিষিদ্ধ কারেন্টজালগুলো পুড়িয়ে ফেলা হয়। নিষিদ্ধ মৌসুমজুড়ে আমাদের এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে। 

উল্লেখ্য, মা ইলিশের বিচরণ এবং ডিম পারার মৌসুম হিসেবে সরকার ইলিশ আহরণে নির্ধারিত সময় বেঁধে দিয়েছে। এই সময়ের ভেতর ইলিশ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এর মাঝেও জেলেরা পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রায়ই শীতলক্ষ্যার মোহনা ও মেঘনা নদী থেকে ইলিশ শিকার করেন।

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার