হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

তাড়াইলে ইউপি নির্বাচনে নৌকার টিকিট পেলেন যারা

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করার জন্য কেন্দ্র থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। আজ রোববার এ বিষয় নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, আগামী ১১ নভেম্বর ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের লক্ষ্যে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যাবতীয় কাগজপত্র ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়। এরই প্রেক্ষিতে গতকাল শনিবার দিবাগত রাতে কেন্দ্রীয় বাছাই কমিটি কর্তৃক উপজেলার ৭টি ইউনিয়নের নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

তাঁদের মধ্যে ১ নম্বর তালজাঙ্গা ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন-বর্তমান চেয়ারম্যান মো. সেলিম খান, ২ নম্বর রাউতি ইউনিয়নে মনোনয়ন পান সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, ৩ নম্বর ধলা ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঁইয়া মোতাহারের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম ঝিনুক, ৪ নম্বর জাওয়ার ইউনিয়নে মনোনীত হন বর্তমান চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, ৫ নম্বর দামিহা ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমানে জেলা পরিষদ সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একে মাইনুজ্জামান নবাব, ৬ নম্বর দিগদাইড় ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান গোলাপ হোসেন ভূঁইয়া এবং ৭ নম্বর তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নে নৌকার টিকিট পেলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিগত দুইবারের রানিং চেয়ারম্যান কামরুজ্জামান মহাজন।

এর আগে উপজেলা আওয়ামী লীগের একটি বাছাই কমিটি প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সম্ভাব্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেন। প্রতিটি ইউনিয়ন থেকে ৪ জন করে নামের তালিকা নিজস্ব প্যাডে উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুল হক ভূঁইয়া মোতাহার এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি স্বাক্ষর করে কেন্দ্রে পাঠান। 

উল্লেখ্য, বিগত ২০১৬ সালের শেষ ধাপে ৪ জুন নির্বাচনে ৩ নম্বর ধলা ইউনিয়নে আফরোজ আলম ঝিনুক এবং ৫ নম্বর দামিহা ইউনিয়নে এ কে মাইনুজ্জামান নবাব নৌকা প্রতীক পেয়েও পরাজিত হন। 

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ