হোম > সারা দেশ > গাজীপুর

মোজাম্মেলের বাসায় বৈষম্যবিরোধী ছাত্রদের মারধর: ক্ষমা চাইলেন জিএমপি কমিশনার

গাজীপুর প্রতিনিধি

মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান। ছবি: সংগৃহীত

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মারধরের ঘটনায় তাৎক্ষণিকভাবে সাড়া দিতে না পারায় ক্ষমা চেয়েছেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান। আজ শনিবার দুপুরে মহানগরীর রাজবাড়ী মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে তিনি ক্ষমাপ্রার্থণা করেন।

এঘটনায় দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ‘দায়িত্বে অবহেলার অভিযোগে’ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে তিনি জানান।

জিএমপি) কমিশনার বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত, তাদের প্রত্যেককে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করা হবে। আর সময়মতো পুলিশ ঘটনাস্থলে যেতে না পারার কারণে ক্ষমা প্রার্থনা করছি, দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি তাদেরকে ছাড় দেব না।’

নাজমুল করিম বলেন, ‘যে বিপ্লবের মাধ্যমে আপনারা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছেন, যে বিপ্লবের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদকে আপনারা এ দেশ থেকে বিতাড়িত করেছেন, সেই ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো দেশে রয়ে গেছে। আপনাদের শরীরে যে ফ্যাসিবাদবিরোধী রক্ত, আমার শরীরেও সেই ফ্যাসিবাদবিরোধী রক্ত।’

মহানগর পুলিশ কমিশনার আরও বলেন, যারা ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করবে, তাদেরকে পুলিশে চাকরি করতে দেওয়া হবে না। এত দিন যে ফ্যাসিবাদ পুলিশ তৈরি হয়েছে, এই ফ্যাসিবাদ থেকে পুলিশকে বেরিয়ে আসতে হবে, জনগণের পুলিশ হতে হবে।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ