হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে উত্ত্যক্তের প্রতিবাদে মানববন্ধন শিক্ষক-শিক্ষার্থীদের

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় উত্ত্যক্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার গোয়ালপাড়া হাইস্কুলের প্রধান ফটকে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরে প্রধান শিক্ষক মো. আহসান হাবীব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন। বিক্ষোভ মিছিলটি গোয়ালপাড়া, নাকুরিয়াহাটি ও পাইকপাড়া এলাকা প্রদক্ষিণ করে। 

মানববন্ধনে বক্তব্য দেন প্রধান শিক্ষক আহসান হাবিব, সহকারী শিক্ষক দেওয়ান সামসুর রহমান, জয়নাল আবেদীন, ওবায়দুল হক, ইলিয়াস মিয়া, পরিচালনা কমিটির সদস্য মুকুল মুন্সি, জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম, দশম শ্রেণির শিক্ষার্থী সিনহা আক্তার কনা, সুমনা আক্তার, আরিফা আক্তার, মনি আক্তার প্রমুখ। 

ইউএনওকে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গোয়ালপাড়া হাইস্কুলের সামনে দীর্ঘদিন ধরে বখাটেরা মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে আসছে। বিভিন্নভাবে মেয়েদের হয়রানি ও লাঞ্ছিত করে। এতে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় রয়েছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। মেয়েদের স্কুলে পাঠিয়ে অভিভাবকদের উৎকণ্ঠায় থাকতে হয়। 

গোয়ালপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আহসান হাবীব আজকের পত্রিকাকে বলেন, ‘ইভটিজার ও বখাটেদের উৎপাতে শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা এখন নিরুপায় হয়ে পড়েছি। স্কুল শুরু হওয়ার আগে ও পরে বখাটেরা স্কুলের আশে পাশে অবস্থান নিয়ে মেয়েদের উক্ত্যত্ত করে। প্রতিবাদ করলেই শিক্ষকদের ওপর চাপ আসে। প্রশাসনের দৃষ্টি দিতে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান করেছি।’ 

গোয়ালপাড়া হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘ইভটিজিং, মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেওয়া হলে এলাকার কিছু প্রভাবশালী অপরাধীদের পক্ষ নিয়ে নেয়। ফলে অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।’ 

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজওয়ান উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ইভটিজিংয়ের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ওই এলাকার বখাটেদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়