হোম > সারা দেশ > গাজীপুর

তুরাগ নদ থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর তুরাগ নদে ভাসমান অবস্থায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে মহানগরীর গাছা থানার পলাশোনা গোদারাঘাটের উত্তর পাশের পিবিসি ইট ভাটার পূর্ব পাশ থেকে মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌফাঁড়ি পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রের বাবা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় একটি মামলা দায়ের করা করেছেন।

মৃত ছাত্রের নাম মোয়াজের বিন আলম (২৩)। তিনি রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার রেজাউল আলম হিরোর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত শনিবার ঢাকার নিজ বাসা থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্লাসের উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফিরে আসেননি মোয়াজের বিন আলম। পরবর্তীতে এ ঘটনায় তাঁর পরিবার রাজধানীর বাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে সোমবার সকালে তাঁর মরদেহ পলাশোনার তুরাগ নদীর পূর্বপাড়ে ভাসমান অবস্থা পড়ে থাকার খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে তাঁর পরিবার। পরে গাছা থানা-পুলিশ, টঙ্গী নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলে নৌ পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র মোয়াজের বিন আলম নিখোঁজের পর গত রোববার গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ইসলামপুর এলাকার নদীপাড় থেকে তাঁর গায়ের কাপড় উদ্ধার করা হয়। পরে সোমবার সকালে পলাশোনা এলাকায় তুরাগ নদের পানিতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না—বাড়িওয়ালাদের ডিএনসিসির নির্দেশ

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের