হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন: কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ঘিরে কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা জোরদার করতে পুলিশের তিনটি চৌকি বসানো হয়েছে। তিন চৌকিতে সর্বমোট ৬০ জন পুলিশ মোতায়েন রয়েছে।

দীর্ঘ ১৪ বছর পর আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার দুই প্রবেশপথে দুটি নিরাপত্তা চৌকি এবং সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ অফিসের সামনে একটি নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।

পুলিশের অনুমতি ছাড়াই এই সম্মেলন করা হচ্ছে। সম্মেলন ঘিরে সকাল থেকেই হাজার হাজার নেতা-কর্মী সম্মেলনস্থলে আসতে শুরু করছেন।

দলীয় সূত্রে জানা যায়, দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন জেলা বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

জেলা বিএনপির সদস্যসচিব গোলাম ফারুক খোকন জানান, সম্মেলনের সব আয়োজন শেষ। সুশৃঙ্খলভাবেই আমরা আমাদের সম্মেলন করব। সম্মেলনে কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা নেই।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সম্মেলন ঘিরে নয়, বিশেষ প্রয়োজনে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো বিশৃঙ্খলা এড়াতে আমরা সজাগ রয়েছি।

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন