হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন: কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ঘিরে কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা জোরদার করতে পুলিশের তিনটি চৌকি বসানো হয়েছে। তিন চৌকিতে সর্বমোট ৬০ জন পুলিশ মোতায়েন রয়েছে।

দীর্ঘ ১৪ বছর পর আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার দুই প্রবেশপথে দুটি নিরাপত্তা চৌকি এবং সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ অফিসের সামনে একটি নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।

পুলিশের অনুমতি ছাড়াই এই সম্মেলন করা হচ্ছে। সম্মেলন ঘিরে সকাল থেকেই হাজার হাজার নেতা-কর্মী সম্মেলনস্থলে আসতে শুরু করছেন।

দলীয় সূত্রে জানা যায়, দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন জেলা বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

জেলা বিএনপির সদস্যসচিব গোলাম ফারুক খোকন জানান, সম্মেলনের সব আয়োজন শেষ। সুশৃঙ্খলভাবেই আমরা আমাদের সম্মেলন করব। সম্মেলনে কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা নেই।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সম্মেলন ঘিরে নয়, বিশেষ প্রয়োজনে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো বিশৃঙ্খলা এড়াতে আমরা সজাগ রয়েছি।

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার