হোম > সারা দেশ > ঢাকা

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা তরুণ (৩৫) ও তরুণীর (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানাধীন বরিশুর ঘাট এলাকা বরাবর মাঝ নদী থেকে হাত বাঁধা ওই দুজনের ভাসমান লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মোক্তার হোসেন বলেন, ‘সন্ধ্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ফোন পেয়ে জানতে পারি, বুড়িগঙ্গা নদীতে দুটি লাশ ভাসছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই তরুণ-তরুণীর লাশ উদ্ধার করি। এ সময় তরুণের পরনে ছিল চেক শার্ট ও ট্রাউজার এবং তরুণীর পরনে ছিল লাল রঙের সালোয়ার ও ছাই রঙের টি-শার্ট।’

এ ছাড়া তরুণ ও তরুণীর একে অপরের হাত একসঙ্গে বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশ দুটি দু-তিন দিনের পুরোনো। ফলে শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা পরিলক্ষিত হয়নি।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া উভয়ের পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন