হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

আবদুল হামিদের দেশত্যাগের প্রতিবাদে নিজ এলাকা মিঠামইনে বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইনে বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

প্রশাসনের নির্লিপ্ততায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশত্যাগ করতে পেরেছেন বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে তাঁর নিজ এলাকা কিশোরগঞ্জের মিঠামইনে বিক্ষোভ মিছিল হয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে উপজেলা সদরে এ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ অনেকে মিছিলে অংশ নেন।

রাত পৌনে ৮টার দিকে মিঠামইন উচ্চবিদ্যালয় এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিঠামইন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ শেষ হয়।

সমাবেশে বিএনপি নেতা জাহিদুল বক্তব্য দেন। তিনি বলেন, ‘মামলা থাকার পরও প্রশাসনের নির্লিপ্ততায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বিনা বাধায় দেশ থেকে পালিয়ে গেছেন। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এ ছাড়া আবদুল হামিদের ভাই আবদুল হক নূরু, বোন আছিয়া আলম, ভাতিজা শরীফ কামালসহ পরিবারের অন্যরা ঢাকায় বসে এলাকায় গুটি চালাচ্ছে। তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে