হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে আ. লীগের সমাবেশ ঘিরে ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে সড়ক 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন সড়ক, ফুটওভার ব্রিজ, গাছের ডালে, বিদ্যুতের খুঁটি, দোকানপাট ও দেয়াল ছেয়ে গেছে দলীয় নেতা-কর্মীদের ব্যানার, পোস্টার ও ফেস্টুনে। 

সমাবেশ ঘিরে প্রস্তুত করা হয়েছে সভামঞ্চ। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানোর পাশাপাশি সম্মেলনের সফলতা কামনা করে বানানো হয়েছে বেশ কয়েকটি তোরণ। 

আজ শুক্রবার বিকেল ৩টায় শান্তি ও উন্নয়ন সমাবেশ হবে। সমাবেশ উপলক্ষে বিভিন্ন পর্যায়ের নেতাদের নাম ও ছবি সংবলিত অসংখ্য ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে ভরে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার সড়ক। 

স্থানীয়রা বলছেন, গত এক দশকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এমন পোস্টার-ফেস্টুন দেখেননি। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ এক ঝাঁক কেন্দ্রীয় নেতারা। 

এ ছাড়া নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিয়া হায়াত আইভি থেকে শুরু করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন। 

নারায়ণগঞ্জ আওয়ামী লীগ নেতাদের দাবি, আমাদের লক্ষ্য থাকবে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে লক্ষাধিক লোকের জমায়েত করার জন্য। এদিন বিভিন্ন এলাকা থেকে মিছিলের পর মিছিলের মধ্য দিয়ে আমাদের সমাবেশ লোকে লোকারণ্য হয়ে উঠবে। জানা যায়, জনসমাবেশে আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি এবং আগামী নির্বাচনের প্রয়োজনীয় নানা বিষয় উঠে আসতে পারে। 

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, নির্বাচনের আগে নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিতে আজকের এই শান্তি সমাবেশ। এ সমাবেশে থাকবে আমাদের কেন্দ্রের জ্যেষ্ঠ নেতা-কর্মীরা। তাই তাদের বরণ করতে আমাদের নেতা-কর্মীরা সড়কজুড়ে পোস্টার, ফেস্টুনের আয়োজন করেছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন