হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এক দিন বিরতি দিয়ে আজ বুধবার ভোর থেকে সারা দেশে শুরু হয়েছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ। কর্মসূচির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে আঞ্চলিক পরিবহনের পাশাপাশি দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে। কর্মস্থলে যাওয়ার জন্য বের হওয়া যাত্রীরা সহজেই গন্তব্যে যেতে পারছেন। 

সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ও সাইনবোর্ড এলাকায় গিয়ে এমনই চিত্র দেখা যায়। 

আলমগীর হোসেন নামের এক চাকরিজীবী বলেন, ‘অবরোধের অন্যান্য দিন যানবাহন পেতে সমস্যায় পড়তে হলেও আজ এমন কোনো ভোগান্তির শিকার হতে হয়নি। আশা করছি যথাসময়ে গন্তব্যস্থলে যেতে পারব।’ 

ব্যবসায়ী সামিদুল হকের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ব্যবসায়িক কাজে কুমিল্লার উদ্দেশে বের হয়েছি। অবরোধের অন্যান্য দিনের তুলনায় আজ মহাসড়কে অনেক যানবাহন চলাচল করছে।’ 

বাসচালক নূর মিয়া বলেন, ‘সকাল থেকেই যাত্রীর চাপ রয়েছে। যাত্রীর জন্য বারবার বিভিন্ন বাস স্টপেজে থামতে হচ্ছে না। আর মহাসড়কে আমরা নির্বিঘ্নেই যাতায়াত করতে পারছি।’ 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে আমরা প্রস্তুত।’ 

গত ২৮ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা হামলা চালিয়ে মহাসমাবেশ পণ্ড করে দিয়েছে অভিযোগ এনে বিএনপি ও সমমনাদের পক্ষ থেকে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি। প্রথম দফা ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা, তৃতীয় দফা ৮ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা এবং সর্বশেষ চতুর্থ দফায় ১২ নভেম্বর থেকে অবরোধ কর্মসূচির ডাক দেয় দলগুলো, যা ১৪ নভেম্বর সকাল ৬টায় শেষ হয়েছে। এই চার দফায় ১৯৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন