হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৬৩

প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২২০ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। জেলার একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ডা. মো. মুজিবুর রহমান জানান, জেলায় নতুন শনাক্তের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪৩, হোসেনপুর উপজেলায় ৩, পাকুন্দিয়া উপজেলায় ১, কটিয়াদী উপজেলায় ৬, কুলিয়ারচর উপজেলায় ২, ভৈরব উপজেলায় ৩, বাজিতপুর উপজেলায় ৪ ও অষ্টগ্রাম উপজেলায় ১ জন রয়েছেন।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ১৫৬ জন; যাঁদের মধ্যে ৯ জন আইসিইউতে রয়েছেন।

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী আছেন ১ হাজার ৮৪৩ জন। তাঁদের মধ্যে ৬৮ জন হাসপাতালে ও ১ হাজার ৭৭৫ জন হোম আইসোলেশনে রয়েছেন।

জেলায় বর্তমানে করোনা আক্রান্ত ১ হাজার ৮৪৩ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৮৩৫, হোসেনপুর উপজেলায় ১২৩, করিমগঞ্জ উপজেলায় ৫৩, তাড়াইল উপজেলায় ৪১, পাকুন্দিয়া উপজেলায় ১৬৫, কটিয়াদী উপজেলায় ২৪১, কুলিয়ারচর উপজেলায় ৪৪, ভৈরব উপজেলায় ১৮৯, নিকলী উপজেলায় ১৭, বাজিতপুর উপজেলায় ৮০, ইটনা উপজেলায় ৩১, মিঠামইন উপজেলায় ১৯ ও অষ্টগ্রাম উপজেলায় ৫ জন রয়েছেন।

জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ১৩৬ এবং মারা গেছেন ১৩৬ জন।

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫