হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীর ইজতেমা ময়দানের প্রবেশপথে পড়ে ছিল যুবকের লাশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশন রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) শরীফ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে ময়নাতদন্তের জন্য লাশটি পাঠানো হবে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিশ্ব ইজতেমা ময়দানের ৭ নম্বর প্রবেশপথের পাশে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত ওই যুবকের বাঁ হাতে ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। তার পরনে কালো গেঞ্জি ও জিনসের প্যান্ট রয়েছে।

অস্থায়ী দোকানি লালন মিয়া বলেন, বিশ্ব ইজতেমা ময়দানের এই প্রবেশপথ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। পাশেই তুরাগ পরিবহনের স্টেশন রোড ডিপো রয়েছে। রাতে সড়কবাতি না থাকায় জায়গাটি থাকে অন্ধকার। সকাল ১০টার দিকে ময়দানের প্রবেশপথের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর পাঠানো হয়। কয়েক ঘণ্টা পর পুলিশ এসে লাশ উদ্ধার করে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, মৃত ওই যুবকের পরিচয় শনাক্তে আঙুলের ছাপ নিতে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ