হোম > সারা দেশ > গাজীপুর

ইজতেমা ময়দানে বৃহৎ জুমার জামাত আদায়

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

ইজতেমা ময়দানে বৃহৎ জুমার জামাত আদায়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার দেশের সবচেয়ে বড় জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। বেলা ১টা ৪৩ মিনিটে শুরু হওয়া খুতবা শেষ হয় বেলা ১টা ৫১ মিনিটে। পরে ইজতেমা ময়দানের নামাজের মঞ্চ থেকে জুমার নামাজে ইমামতি করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের আহম্মেদ।

ইজতেমা ময়দানের লোক ছাড়াও গাজীপুর ও আশপাশের এলাকার লাখো মানুষ জুমার নামাজে অংশ নিতে ইজতেমা ময়দান, আশপাশের সড়ক ও ভবনের ছাদে অবস্থান নেন।

জুবায়ের অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জুমার নামাজ শেষ হয়েছে। ধারাবাহিকভাবে বয়ান চলবে। আজও অনেক মুসল্লি ময়দানে আসছেন। মুসল্লিতে ময়দান পরিপূর্ণ।

ইজতেমা ময়দানে বৃহৎ জুমার জামাত আদায়। ছবি: আজকের পত্রিকা

আজ শুক্রবার বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করেন মাওলানা নুরুর রহমান। বাদ জুমা বয়ান করবেন জর্ডানের মাওলানা শেখ উমর খাতিব। বাদ আসর বাংলাদেশের মাওলানা জুবায়েরের বয়ান করার কথা রয়েছে। এ ছাড়া বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট। আজ সকাল সাড়ে ১০টায় তালিম দেন মাওলানা জিয়াউল হক।

আগামী ২ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ে নিজামের (জুবায়ের অনুসারী) দুই ধাপের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হবে। আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন দিল্লির মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার এবারের আসর।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ