হোম > সারা দেশ > ঢাকা

১০ বছরেও মামলা শুনানি না করা লজ্জার: রাষ্ট্রপক্ষের আইনজীবীকে আদালত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে ১০ বছরেও শুনানির প্রস্তুতি না নেওয়ায় উষ্মা করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশ্যে আদালত বলেন, ১০ বছরেও একটা মামলার প্রস্তুতি নিতে পারেন না, এটা লজ্জার।

বীর মুক্তিযোদ্ধা সিরাজ কমান্ডারের জায়গা অর্পিত সম্পত্তি হিসেবে সরকারের অধিগ্রহণ অবৈধ ঘোষণা করে ২০১২ সালে রায় দিয়েছিলেন হাইকোর্ট। পরে রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ, যা এখনো শুনানি হয়নি।

আজ রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চে মামলাটি শুনানির জন্য ছিল। রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে আগামীকাল শুনানির জন্য দিন ধার্য করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী। রিটের পক্ষে ছিলেন আইনজীবী আওসাফুর রহমান।

শুনানিতে রাষ্ট্রপক্ষের উদ্দেশে আদালত বলেন, একজনের ভিটে-বাড়ি নিয়ে যাবেন আর আমরা চোখ বন্ধ করে থাকব, এটা হতে পারে না। যাদের মূল ভিটে-বাড়ি, আগে তাদের কথা ভাবতে হবে।

আইনজীবী আওসাফুর রহমান বলেন, ‘রাজধানীর মগবাজারে সাড়ে ১৯ শতাংশ জমির মূল মালিক বীরেন্দ্র কুমার নাথ। ১৯৪০ সালে আম মোক্তারনামা মূলে ওই জমি সিরাজ কমান্ডারকে দিয়ে তিনি ভারতে চলে যান। পরে সিরাজ কমান্ডার তাঁর নামে নামজারি করে খারিজ করে নেন। বসবাস করতে থাকেন পরিবারসহ। সেই সঙ্গে হোল্ডিং ট্যাক্স, বিদ্যুৎ বিল, পানির বিল এবং খাজনা পরিশোধ করেন। তবে ২০১০ সালের শেষের দিকে ঢাকা জেলা প্রশাসনের নির্দেশে পুলিশ তাঁদের ওই বাড়ি থেকে উচ্ছেদ করে।’

জানা যায়, ওই জমি অর্পিত সম্পত্তি হিসেবে অধিগ্রহণ করে বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতিকে দেওয়া হয়েছে। এরপর ওই বছরই অধিগ্রহণ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সিরাজ কমান্ডারের সন্তানেরা। রিটের পরিপ্রেক্ষিতে ২০১২ সালে হাইকোর্ট অধিগ্রহণ অবৈধ ঘোষণা করেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে ২০১২ সালে লিভ টু আপিল করে সরকার। 

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ