হোম > সারা দেশ > ঢাকা

সাবেক ডিআইজি মিজানের ১৪ বছরের কারাদণ্ড বহাল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের ১৪ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে মিজানুর রহমানের আপিল খারিজ করে আজ বুধবার বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার একক বেঞ্চ এই রায় দেন।

আদালতে সাবেক ডিআইজি মিজানুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী শফিক মাহবুব। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। তিনি বলেন, ‘বিচারিক আদালত অর্থ পাচারের অভিযোগে ছয় বছর, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাঁচ বছর এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে তিন বছর সাজা দিয়েছিলেন। তবে আদালত বলে দিয়েছিলেন, সাজা একসঙ্গে চলবে। তাতে তাঁকে ছয় বছর সাজা খাটতে হতো।’ এ ছাড়া ৬ কোটি ৫৬ লাখ টাকা জরিমানাও বহাল রাখা হয়েছে বলে জানান দুদক আইনজীবী।

এর আগে, ২০২৩ সালের ২১ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় রায় দেন। রায়ে মিজানুর রহমানসহ স্ত্রী সোহেলিয়া আনার ওরফে রত্না রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগনে মাহমুদুল হাসানকেও দণ্ড দেন আদালত।

মিজান ছাড়া বাকি তিনজনকে ২৭ (১) ধারায় ৩ বছর ও মানি লন্ডারিং আইনে চার বছরের কারাদণ্ড দেন আদালত। তাঁদেরও চার বছর সাজা ভোগ করতে হবে। এ ছাড়া ডিআইজি মিজানকে অবৈধভাবে অর্জিত সম্পদের জরিমানা করা হয়।

তারও আগে, ২০১৯ সালের ২৪ জুন দুদক ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় আসামিদের বিরুদ্ধে তিন কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও তিন কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি