হোম > সারা দেশ > গাজীপুর

ইজতেমায় এক দিন আগেই বয়ান শুরু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আগামীকাল শুক্রবার বাদ ফজর আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে। তবে এর এক দিন আগেই বয়ান শুরু হয়েছে।

এদিকে গতকাল বুধবার রাত থেকে দেশের প্রতিটি জেলা থেকে ময়দানে মুসল্লিরা আসতে শুরু করেছেন। ময়দান কানায় কানায় পূর্ণ হওয়ায় আজ বৃহস্পতিবার বাদ ফজর থেকে শুরু হবে আঞ্চলিক বয়ান।

আজ বৃহস্পতিবার বাদ জোহর মাওলানা রবিউল হকের পর বাদ আসর মাওলানা ফারুক, বাদ মাগরিব মাওলানা ইব্রাহীম দেওলা বয়ান করবেন। তবে আগামীকাল শুক্রবার ফজর নামাজের পর আনুষ্ঠানিকভাবে বয়ানের মাধ্যমে শুরু হবে ইজতেমা।

আগামীকাল শুক্রবার ফজরের পর বয়ান করবেন মাওলানা আহম্মেদ বাটলা, সকাল ১০টায় তালিম করবেন মাওলানা জিয়াউল হক। জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা যোবায়ের। বাদ জোহর বয়ান করবেন জর্ডানের খতিব ওমর, বাদ আসর মাওলানা যোবায়ের ও মাগরিবের পর মাওলানা আহম্মেদ লাট বয়ান করবেন।

প্রথম ধাপে ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। আখেরি মোনাজাতের আগপর্যন্ত এভাবেই প্রতিদিন পর্যায়ক্রমে শীর্ষ মুরুব্বিরা বয়ান করবেন।

শনিবার বাদ ফজর মাওলানা আব্দুর রহমান, বাদ জোহর মাওলানা ইসমাইল গোদরা, বাদ আসর মাওলানা যোহারুল হাসান, বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম, রোববার বাদ ফজর বয়ান করবেন মাওলানা জিয়াউল হক, সকাল ১০টায় হেদায়েতি বয়ান শেষে বাংলাদেশের মাওলানা যোবায়ের প্রথম ধাপের আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

মাঝে চার দিন বিরতি শেষে আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার এবারের আসর।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু