হোম > সারা দেশ > ঢাকা

চতুর্থ দিনের সর্বাত্মক কর্মবিরতি পালন করলেন জবি শিক্ষকেরা

জবি সংবাদদাতা 

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকেরা। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষক সমিতির নেতৃত্বে এ সর্বাত্মক কর্মবিরতি পালন করা হয়। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচিও পালন করেন তাঁরা। 

অবস্থান কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও জ্যেষ্ঠ শিক্ষকেরা বক্তব্য দেন। বক্তব্যে প্রত্যয় স্কিম প্রত্যাহার ছাড়াও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন এবং সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি জানানো হয়। 

এদিকে শিক্ষার্থীদের কোটা আন্দোলন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতির কারণে একেবারে অচল হয়ে পড়েছে জবির শিক্ষা ও দাপ্তরিক কার্যক্রম। 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, ‘আজ চতুর্থ দিনের মতো আমরা সর্বাত্মক কর্মবিরতি পালন করছি। আমরা শিক্ষকেরা কখনো চাই না ক্লাস-পরীক্ষা বন্ধ করে আন্দোলন করতে। আমাদের আন্দোলন দ্রুত মেনে নেওয়া হলে আমরা ক্লাসে ফিরে যাব। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষকই এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, কথা বলছেন। আশা করি আন্দোলন বৃথা যাবে না।’

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল