হোম > সারা দেশ > নরসিংদী

পলাশে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: জেলা সহসাংগঠনিক সম্পাদক জুয়েল গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নরিসংদী জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল। ফাইল ছবি

নরসিংদীর পলাশে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক পক্ষের দায়ের করা মামলায় জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে রাজধানীর দক্ষিণখান থানা এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুয়েল পলাশ বাজার এলাকার ফজর আলী মাস্টারের ছেলে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গত ১৫ জুন পলাশ বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করে। এর মধ্যে ছাত্রদল নেতা সিয়াম মিয়া বাদী হয়ে করা মামলায় ফজলুল কবির জুয়েল প্রধান আসামি।

বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে পলাশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে একটি বেসরকারি হাসপাতাল থেকে জুয়েলকে গ্রেপ্তার করে। পরে তাঁকে জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ওই ঘটনায় জুয়েলের শাশুড়ি মমতাজ বেগম বাদী হয়ে অপর পক্ষের নেতা আলম মোল্লাকে প্রধান আসামি করে আরেকটি পাল্টা মামলা দায়ের করেছেন।

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন