হোম > সারা দেশ > ঢাকা

রিভিউ আবেদনও খারিজ, মুক্তি মিলছে না ডেসটিনির রফিকুল আমিনের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের অর্থ পাচারের দুই মামলায় করা রিভিউ আবেদনও খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রিভিউ আবেদন খারিজ করে আদেশ দেন। এর ফলে কারামুক্তি মিলছে না রফিকুল আমিনের।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আজকের পত্রিকাকে বলেন, ‘আপিল বিভাগ রফিকুল আমিনকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিলেন। কিন্তু তিনি শর্ত পূরণ না করলে আপিল বিভাগ জামিনের আবেদন খারিজ করেন। এরপর তিনি বিচারিক আদালতে জামিন চান। সেখানে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট জামিন না দিলে আবারও আপিল বিভাগে জামিনের আবেদন করেন। আর ওই আবেদন খারিজ হলে রিভিউ করেন তিনি। আজ সেই রিভিউ আবেদনও খারিজ হয়ে গেল।’ 

২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনি গ্রুপের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুটি মামলা করে। এর মধ্যে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মামলায় ১৯ জন এবং ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডে দুর্নীতির মামলার ৪৬ জনকে আসামি করা হয়। 

মামলার অভিযোগে বলা হয়, ২০০৮ সাল থেকে ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন প্রকল্পের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে ২ হাজার ৪৪৫ কোটি টাকা সংগ্রহ করে, যার মধ্যে ২ হাজার ২৫৭ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাৎ করা হয়। আর মাল্টিপারপাস কো-অপারেটিভের নামে ডেসটিনি বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করেছিল ১ হাজার ৯০১ কোটি টাকা। সেখান থেকে ১ হাজার ৮৬১ কোটি টাকা আত্মসাৎ করা হয়। 

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার