হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সাগর আহমেদ (৩২) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোটরসাইকেল ও ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত সাগরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সাগরের ভাই আল-আমিন জানান, শুক্রবার রাতে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনের সড়কে দু-তিনজন দুর্বৃত্ত তাঁর ভাইয়ের মোটরসাইকেলের গতিরোধ করে। তারা তাঁর ভাইয়ের মোটরসাইকেল ও ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তাঁর ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি মারাত্মক জখম হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক বলেন, ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত এক ব্যক্তি মোটরসাইকেল ও ব্যাগ খুইয়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডেমরা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই