হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সাগর আহমেদ (৩২) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোটরসাইকেল ও ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত সাগরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সাগরের ভাই আল-আমিন জানান, শুক্রবার রাতে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনের সড়কে দু-তিনজন দুর্বৃত্ত তাঁর ভাইয়ের মোটরসাইকেলের গতিরোধ করে। তারা তাঁর ভাইয়ের মোটরসাইকেল ও ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তাঁর ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি মারাত্মক জখম হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক বলেন, ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত এক ব্যক্তি মোটরসাইকেল ও ব্যাগ খুইয়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডেমরা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি