হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সাগর আহমেদ (৩২) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোটরসাইকেল ও ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত সাগরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সাগরের ভাই আল-আমিন জানান, শুক্রবার রাতে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনের সড়কে দু-তিনজন দুর্বৃত্ত তাঁর ভাইয়ের মোটরসাইকেলের গতিরোধ করে। তারা তাঁর ভাইয়ের মোটরসাইকেল ও ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তাঁর ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি মারাত্মক জখম হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক বলেন, ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত এক ব্যক্তি মোটরসাইকেল ও ব্যাগ খুইয়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডেমরা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু