হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে মাহিন্দ্রার ৫ যাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

রবিউল মিয়া। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি থ্রি-হুইলার মাহিন্দ্রার পাঁচজন যাত্রী নিহতের ঘটনার ১৭ দিন পর জড়িত বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই বাসের চালকের নাম মো. রবিউল মিয়া (২৫)।

আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে ঝালকাঠি জেলার নলছিটি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি নলছিটি উপজেলার ডুবিল গ্রামের নুর মোহাম্মাদ মিয়ার ছেলে। এর আগে ৪ জুন ভাঙ্গার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চার যাত্রীসহ হাসপাতালে আরও একজন মারা যায়। ওই বাসটি ছিল মোড়ল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস।

আজ রোববার এক বিজ্ঞপ্তিতে ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, ৪ জুন ভাঙ্গার বাবলাতলা বাসস্ট্যান্ডে কুয়াকাটা থেকে ঢাকাগামী মোড়ল পরিবহনের একটি বাস ও ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটগামী একটি মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত হন। পুলিশ ওই বাসকে শনাক্ত করে নিজেদের জিম্মায় নেয়। তবে চালক গা ঢাকা দেন।

ওসি আরও বলেন, পরবর্তীকালে ভাঙ্গা হাইওয়ে পুলিশ নিজস্ব সোর্সের মাধ্যমে মোড়ল পরিবহনের ওই বাসচালক মো. রবিউল মিয়ার অবস্থান শনাক্ত করা হয়। তাঁকে পলাতক অবস্থায়  গ্রেপ্তার করা হয়।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য