অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন বলেছেন, ‘ভালো আইনজীবী হতে হলে প্রথমে ভালো মানুষ হতে হবে। একজন মানুষের ভেতর নৈতিক মূল্যবোধটা থাকতে হবে। ভালো বিচারক হতে হলে, মানুষের মন আগে বুঝতে হবে।’
আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের আয়োজনে আইনের শিক্ষার্থীদের মধ্যে তপন বিহারী নাগ ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, বর্তমানে নারীরা বিভিন্ন পেশার পাশাপাশি আইন পেশায়ও ভালো করছেন। নারীরা নিজেদের শ্রেষ্ঠত্ব নিজেরাই তৈরি করছেন। প্রথমে কোনো মহিলা বিচারপতি ছিলেন না কিন্তু প্রধানমন্ত্রী এসে প্রথম মহিলা জজ নিয়োগ দিলেন। যোগ্যতার ভিত্তিতে আসছে নারীরা এই পেশায়। নারীরা আমাদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই।
এ সময় অ্যাটর্নি জেনারেল শিক্ষার্থীদের উদ্দেশে করে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে লেখার সময় শব্দচয়ন ব্যবহারে আমাদের অনেক সচেতন হতে হবে।’