হোম > সারা দেশ > ঢাকা

সিঙ্গাইরে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

মানিকগঞ্জের সিঙ্গাইরে বৃদ্ধ আজগর আলী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজ রোববার সকালে সড়ক অবরোধ করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের সিঙ্গাইরে বৃদ্ধ আজগর আলী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। আজ রোববার সকালে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

অবরোধের কারণে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এতে গরমের মধ্যে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে সিঙ্গাইর থানা-পুলিশ গিয়ে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধকারীরা সড়ক থেকে সড়ে দাঁড়ান। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, সিঙ্গাইর উপজেলার রায়দক্ষিণ এলাকায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় থানায় অভিযোগ করেন স্বজনেরা। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৯ এপ্রিল ওই ছাত্রীর নানা আজগর আলীকে কুপিয়ে হত্যা করা হয়। প্রতিবেশী মো. আল-আমিন (৪২) ও তাঁর সহযোগী সফি শিকদারের বিরুদ্ধে এই উত্ত্যক্ত ও হত্যার অভিযোগ ওঠে।

বৃদ্ধ আজগর আলী রায়দক্ষিণ গ্রামের প্রয়াত আবদুর রশিদ খানের ছেলে। তিনি এলাকায় একটি চায়ের দোকান করতেন। অভিযুক্ত আল-আমিন একই এলাকার প্রয়াত কালু প্রামাণিকের ছেলে। হত্যার ঘটনায় তাঁর ছেলে আয়ূব খান বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন। পুলিশ মীর হোসেন, মানিক, রাকিবুল হাসান পিন্টু ও আসলাম হোসেন নামের চারজনকে গ্রেপ্তার করে। তবে হত্যাকাণ্ডের ১২ দিনেও এজাহারভুক্ত মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ