হোম > সারা দেশ > ঢাকা

সিঙ্গাইরে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

মানিকগঞ্জের সিঙ্গাইরে বৃদ্ধ আজগর আলী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজ রোববার সকালে সড়ক অবরোধ করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের সিঙ্গাইরে বৃদ্ধ আজগর আলী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। আজ রোববার সকালে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

অবরোধের কারণে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এতে গরমের মধ্যে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে সিঙ্গাইর থানা-পুলিশ গিয়ে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধকারীরা সড়ক থেকে সড়ে দাঁড়ান। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, সিঙ্গাইর উপজেলার রায়দক্ষিণ এলাকায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় থানায় অভিযোগ করেন স্বজনেরা। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৯ এপ্রিল ওই ছাত্রীর নানা আজগর আলীকে কুপিয়ে হত্যা করা হয়। প্রতিবেশী মো. আল-আমিন (৪২) ও তাঁর সহযোগী সফি শিকদারের বিরুদ্ধে এই উত্ত্যক্ত ও হত্যার অভিযোগ ওঠে।

বৃদ্ধ আজগর আলী রায়দক্ষিণ গ্রামের প্রয়াত আবদুর রশিদ খানের ছেলে। তিনি এলাকায় একটি চায়ের দোকান করতেন। অভিযুক্ত আল-আমিন একই এলাকার প্রয়াত কালু প্রামাণিকের ছেলে। হত্যার ঘটনায় তাঁর ছেলে আয়ূব খান বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন। পুলিশ মীর হোসেন, মানিক, রাকিবুল হাসান পিন্টু ও আসলাম হোসেন নামের চারজনকে গ্রেপ্তার করে। তবে হত্যাকাণ্ডের ১২ দিনেও এজাহারভুক্ত মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট