হোম > সারা দেশ > ঢাকা

কবিরের পারিবারকে মাসে ২৫ হাজার টাকা করে দেবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ি চাপায় নিহত আহসান কবির খানের পরিবারকে প্রতি মাসে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। 

আজ সোমবার (২৮ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবারটির অসহায়ত্বের কথা বিবেচনা করে মাসিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। কবির খানের দুই সন্তানের পড়ালেখা মাস্টার্স/সমমানের ডিগ্রি অর্জিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। 

ডিএনসিসির ময়লার গাড়ি চাপায় গত বছরের ২৫ নভেম্বর নিহত হন সংবাদকর্মী আহসান কবির খান। দুর্ঘটনার পর অসহায় পরিবারটির দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। 

তবে দুর্ঘটনার প্রায় দুই মাসেও কবিরের পরিবারক কোনো সহযোগিতা পায়নি। এ নিয়ে গত ২৩ জানুয়ারি আজকের পত্রিকায় ‘কবিরের পরিবার পেল শুধু কথা ও প্রতিশ্রুতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে সিটি করপোরেশন। ওই দিন সন্ধ্যায় মেয়র আতিকুল ইসলামের বার্তা নিয়ে কবির খানের মগবাজারের সোনালীবাগের বাসায় যান ডিএনসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকি ও ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৈমুর রেজা খোকন। তাঁরা আহসান কবির খানের স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে দেখা করেন। তখন তাঁরা পরিবারটিকে বলেন, ‘মেয়র আপনাদের খোঁজ নেওয়ার জন্য পাঠিয়েছেন। তাঁর কথায় আপনারা আস্থা রাখতে পারেন।’ 

আহসান কবির খানের মৃত্যুর প্রায় চার মাস পর সিটি করপোরেশন পরিবারটিকে আর্থিক সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নিল। এ বিষয়ে জানতে চাইলে নিহতের স্ত্রী নাদিরা পারভিন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষটির মৃত্যুতে আমরা অসহায় জীবনযাপন করছি। সিটি করপোরেশন প্রথম দিকে এগিয়ে না আসলেও, এখন প্রতি মাসে আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের পরিবারের জন্য সহায়ক হবে।’

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ