হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

‘হাতির এজেন্ট আসলে বের করে দিবা’

রাশেদ নিজাম, নারায়ণগঞ্জ থেকে

নারায়ণগঞ্জের দেওভোগে মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হাতি প্রতীকের এজেন্ট ও স্লিপ নিয়ে এলে তাঁকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন এক নৌকার সমর্থক। 

আজ রোববার বেলা ৯টার কিছু পরে স্কুলের ১ নম্বর ভোটকেন্দ্রের ২০৩ নম্বর কক্ষের সামনে এক আনসার সদস্যকে এমন নির্দেশ দিতে দেখা যায় নৌকা প্রতীকের ব্যাজ ঝোলানো এক সমর্থককে। এ সময় তিনি আনসার সদস্যকে বলতে থাকেন, ‘হাতির স্লিপ বা এজেন্ট আসলে বের করে দিবা।’ 

ওই আনসার সদস্যের ইউনিফর্মে নেমপ্লেট লাগানো ছিল না। নৌকা প্রতীকের ব্যাজ ঝোলানো যে সমর্থক হাতি প্রতীকের এজেন্টকে বের করে দেওয়ার কথা বলছিলেন, তিনি সামনে সাংবাদিক দেখে চুপ হয়ে যান। নাম-পরিচয় জানতে চাইলে বললেন, ‘আমি ঠাট্টা করে বলছিলাম।’ 

এরপর দ্রুতই সেখান থেকে সরে যান তিনি। 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের ১ হাজার ৩৩৩টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে। ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে রয়েছেন ৩৪ জন প্রার্থী। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। 

নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৯২টি কেন্দ্রে ও কেন্দ্রের বাইরে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ হাজারের বেশি সদস্য নিয়োজিত রয়েছেন।

আরও পড়ুন:

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু