হোম > সারা দেশ > ঢাকা

স্বর্ণের বারসহ বিমানবন্দরের ইলেকট্রিশিয়ান গ্রেপ্তার

প্রতিনিধি

উত্তরা (ঢাকা): হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বার ও আইফোনসহ আবু বকর নামের একজন ইলেকট্রিশিয়ানকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। 

বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে বুধবার (২৩ জুন) রাত দেড়টায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বিমানবন্দরের বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কর্মরত। এ সময় তাঁর কাছ থেকে ১১৬ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার ও একটি আইফোন-১২ প্রো জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের বার ও আইফোনের বাজারমূল্য ১২ লাখ টাকা। 

এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের উপকমিশনার আব্দুস সাদেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে ইলেকট্রিশিয়ান আবু বকর গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁকে থামানো হয় এবং পরিচয় জানতে চাওয়া হয়। পরে তাঁর কাছে কোনো স্বর্ণের বার আছে কি না, জানতে চাওয়া হলে তিনি তা অস্বীকার করেন। 

পরে আর্চওয়েতে তাঁর শরীরে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। আবু বকরের প্যান্টের ভেতর থেকে ১১৬ গ্রাম ওজনের দুটি স্বর্ণবার ও একটি আইফোন-১২ প্রো পাওয়া যায়। 

 আব্দুস সাদেক  বলেন, স্বর্ণের বার ও মোবাইল ফোনসেট জব্দের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে এসব মালামাল রাষ্ট্রীয় গুদামে জমা প্রদান করা হয়েছে। 

 আব্দুস সাদেক আরও বলেন, স্বর্ণ ও মোবাইল ফোনসেট চোরাচালানের অভিযোগে গ্রেপ্তারকৃত ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে। 

 

সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে ২ পোড়া লাশ উদ্ধার

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু