হোম > সারা দেশ > ঢাকা

লালবাগে ১১০০ টাকার জন্য মুরগি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর লালবাগ নবাবগঞ্জ এলাকায় পাওনা টাকা চাওয়কে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে আহত মুরগি ব্যবসায়ী হুসাইন শুভ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে, গত সোমবার ২৩ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে নবাবগঞ্জ বাজার বড় মসজিদের পেছনে শাকিল নামের এক যুবক শুভকে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে।

নিহত শুভর ভাই মো. শাহাদাত হোসেন বলেন, তাদের বাসা লালবাগ ডুরি আঙুল লেন এলাকায়। নবাবগঞ্জ বাজারে মুরগির ব্যবসা করতেন শুভ। বাবার নাম মৃত আব্দুস সালাম। সোমবার রাতে বাজার থেকে বাসায় ফেরার সময় তাকে শাকিল নামে এক যুবক শুভকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করি। সেখানে সকালে মারা যায় শুভ।

শাহাদত আরও বলেন, আহত অবস্থায় শাকিল তাদের বলেছে নবাবগঞ্জ এলাকার শাকিল নামে এক যুবকের কাছে ১১০০ টাকা পাইতো। রাতে পাওনা টাকা চাইতে গেলে তাকে কুপিয়ে আহত করে।

লালবাগ থানা নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, মৃত শুভ স্বজনদের কাছে জানতে পেরেছি এলাকার শাকিল নামে এক যুবকের কাছে ১১০০ টাকা পাইতো। গত সোমবার দিবাগত রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শাকিল শুভকে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে আহত করে। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ মর্গে মৃত শুভর ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু