হোম > সারা দেশ > শরীয়তপুর

যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে স্ত্রীকে হত্যা মামলায় রাজা মিয়া (৩২) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজা মিয়া শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের বকাউল কান্দী গ্রামের অলি বেপারী ছেলে। 

এ তথ্য জানিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের কৌঁসুলি ফিরোজ আহমেদ। 

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৬ জুন রাতে দুই লাখ টাকা যৌতুক না পেয়ে রাজা মিয়া তাঁর স্ত্রী কাঞ্চনমালার (২৮) মাথায় পেছন থেকে বাঁশ দিয়ে আঘাত করেন। এতে কাঞ্চনমালা গুরুতর আহত হলে তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ৭ জুন মারা যান তিনি। 

 ৮ জুন নিহতের ভাই মো. মনির হোসন বাদী হয়ে রাজা মিয়াকে আসামি করে শরীয়তপুরের সখিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই দিনই আসামি রাজা মিয়াকে সখিপুর থানা-পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। 

এ বিষয়ে কৌঁসুলি ফিরোজ আহমেদ বলেন, ‘রাজা মিয়া যৌতুকের জন্য তাঁর স্ত্রী কাঞ্চনমালাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত স্ত্রী হত্যার দায়ে স্বামী রাজা মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট। আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’ 

আসামি পক্ষের আইনজীবী শাহ আলম বলেন, ‘এ রায়ে আসামি পক্ষ ন্যায় বিচার পায়নি। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। খুব শিগগিরই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল