হোম > সারা দেশ > ঢাকা

শুক্রবার পাল্টাপাল্টি সমাবেশ: ঢাকার প্রবেশপথে পুলিশের তল্লাশি শুরু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথগুলোতে তল্লাশি চৌকি বসিয়েছে। এরই মধ্যে আব্দুল্লাহপুরে বসানো চেক পোস্ট তল্লাশি শুরু হয়েছে। 

রাজধানীর অন্যতম প্রবেশপথ উত্তরার আব্দুল্লাহপুরে বুধবার (২৬ জুলাই) রাত ৮টা থেকে চেকপোস্ট বসানো হয়েছে। চলছে তল্লাশি। যদিও রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত সন্দেহজনক কিছু পায়নি পুলিশ।

সরেজমিনে রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর সড়কের মাঝে ব্যারিকেড দিয়ে পুলিশকে মালবাহী ট্রাক, লড়ি ও জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স ছাড়া সব যাত্রীবাহী পরিবহনে তল্লাশি করতে দেখা গেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, 'রাত ৮টা থেকে ২টা পর্যন্ত প্রায় আড়াই শতাধিক বিভিন্ন ধরনের গাড়ি চেক করা হয়েছে। চেক করা এসব গাড়ির মধ্যে প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেল, বাসসহ বিভিন্ন গাড়ি রয়েছে।'

তিনি বলেন, 'বিভিন্ন গাড়ি চল্লাশি করা হলেও সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি। তবে বিকেলে ১ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের মাদক ব্যবসায়ী তারেককে গ্রেপ্তার করা হয়েছে। দিনের বেলাতেও ঢিলেঢালাভাবে চেকপোস্ট কার্যক্রম চলেছে।'

ওসি নাসির উদ্দিন আরও বলেন, 'আমাদের চেকপোস্ট সকাল ৮টা থেকে রাত ৮টা এবং রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত পর্যায়ক্রমে প্রতিনিয়ত চলে। তবে বিশেষ কারণে এবং বিশেষ বিশেষ সময়ে জোরদার করা হয়।'

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট