হোম > সারা দেশ > ঢাকা

শুক্রবার পাল্টাপাল্টি সমাবেশ: ঢাকার প্রবেশপথে পুলিশের তল্লাশি শুরু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথগুলোতে তল্লাশি চৌকি বসিয়েছে। এরই মধ্যে আব্দুল্লাহপুরে বসানো চেক পোস্ট তল্লাশি শুরু হয়েছে। 

রাজধানীর অন্যতম প্রবেশপথ উত্তরার আব্দুল্লাহপুরে বুধবার (২৬ জুলাই) রাত ৮টা থেকে চেকপোস্ট বসানো হয়েছে। চলছে তল্লাশি। যদিও রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত সন্দেহজনক কিছু পায়নি পুলিশ।

সরেজমিনে রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর সড়কের মাঝে ব্যারিকেড দিয়ে পুলিশকে মালবাহী ট্রাক, লড়ি ও জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স ছাড়া সব যাত্রীবাহী পরিবহনে তল্লাশি করতে দেখা গেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, 'রাত ৮টা থেকে ২টা পর্যন্ত প্রায় আড়াই শতাধিক বিভিন্ন ধরনের গাড়ি চেক করা হয়েছে। চেক করা এসব গাড়ির মধ্যে প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেল, বাসসহ বিভিন্ন গাড়ি রয়েছে।'

তিনি বলেন, 'বিভিন্ন গাড়ি চল্লাশি করা হলেও সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি। তবে বিকেলে ১ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের মাদক ব্যবসায়ী তারেককে গ্রেপ্তার করা হয়েছে। দিনের বেলাতেও ঢিলেঢালাভাবে চেকপোস্ট কার্যক্রম চলেছে।'

ওসি নাসির উদ্দিন আরও বলেন, 'আমাদের চেকপোস্ট সকাল ৮টা থেকে রাত ৮টা এবং রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত পর্যায়ক্রমে প্রতিনিয়ত চলে। তবে বিশেষ কারণে এবং বিশেষ বিশেষ সময়ে জোরদার করা হয়।'

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু