হোম > সারা দেশ > ঢাকা

সাভারে এক কুকুরের আক্রমণে আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক, সাভার

কুকুরের কামড়ে আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারে এক কুকুরের আক্রমণে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে গেন্ডা বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকায় ওই কুকুরটি এই তাণ্ডব চালায়।

রাত সাড়ে ৯টা পর্যন্ত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কুকুরের কামড়ে আহতরা জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেডিও কলোনি বাসস্ট্যান্ডের পদচারী সেতুর নিচে একটি পাগলা কুকুর পথচারীদের কামড়ানো শুরু করে। কুকুরটি লাফিয়ে লাফিয়ে মানুষের মুখ, মাথা, হাত ও গলায় কামড় দেয়। এরপর কুকুরটি মানুষের তাড়া খেয়ে রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে সাভার বাসস্ট্যান্ড, পাকিজা মোড় থানা বাসস্ট্যান্ড, গেন্ডা হয়ে সাধাপুর এলাকার দিকে চলে যায়।

তারা জানান, রেডিও কলোনি থেকে গেন্ডা পর্যন্ত যাওয়ার পথে কুকুরটি শতাধিক পথচারীকে কামড়িয়ে আহত করে। তাদের অধিকাংশই সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা নেন।

কুকুরে কামড়ে আহত শহিদুল ইসলাম বলেন, ‘আমি গেন্ডা এলাকায় আনন্দপুর ভার্কের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে কুকুরটি আমার হাতে কামড় দিয়ে ঝুলে থাকে। পরে উপস্থিত লোকজন কুকুরটিকে আঘাত করলে আমাকে ছেড়ে দিয়ে পাশের আরেকজনের ওপরে হামলে পড়ে।’

ব্যাংক কলোনির মোহাম্মদ ইয়াসিন হোসেন বলেন, ‘আমি সন্ধ্যা ৭টার দিকে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। কুকুরটি পেছন দিক থেকে এসে আমাকে আক্রমণ করে। এরপর আমার কোমরে কামড়িয়ে গুরুতর আহত করে।’

ইয়াসিন আরও বলেন, ‘আমাকে কামড়ানোর পর আমার সামনেই আরও অনেককেই কুকুরটি কামড়িয়ে গুরুতর আহত করেছে।’

গেন্ডা এলাকার বিপুল ইসলাম বলেন, ‘আমি রিকশা চালাচ্ছিলাম। হঠাৎ কুকুরটি লাফ দিয়ে রিকশার ওপরে উঠে আমার মাথায় কামড় মারে।’

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার বলেন, ‘কুকুরের কামড়ে রাত ৯টা পর্যন্ত ৬০ জন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু