হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার দম্পতি কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার তানভির আহসান ও তাঁর স্ত্রী নাহিদকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম শাহিনুর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গৃহকর্মী নির্যাতনের ঘটনায় নিয়মিত মামলা না হওয়ায় ওই দম্পতিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। অন্যদিকে দুজনের পক্ষে জামিনের আবেদন জানান তাঁদের আইনজীবীরা। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

পুলিশ প্রতিবেদনে বলা হয়, নিয়মিত মামলা রুজু হলে তাঁদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। নির্যাতিত গৃহকর্মী সুইটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা মামলা করবেন। উদ্ধার হওয়া মেয়েটির শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন রয়েছে। 
 
জানা গেছে, গ্রেপ্তার তানভির আহসান একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। আর তাঁর স্ত্রী নাহিদ আইনজীবী। নির্যাতনের শিকার মেয়েটির বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার নবাবপুর গ্রামে। নয় মাস ধরে সে সেগুনবাগিচায় ওই দম্পতির বাসায় কাজ করছিল। 

প্রায় প্রতিদিনই ‘নানা অজুহাতে’ ওই দম্পতি মেয়েটিকে মারধর করতেন। নির্যাতনে মেয়েটির শরীরে জখমের চিহ্নসহ কিছু ছবি শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এক প্রতিবেশী। ছবিতে মেয়েটির চোখের নিচে আঘাতের চিহ্ন, শরীরের বিভিন্ন স্থানে জখম এবং আগুনে পোড়া ঘা দেখা যায়। 

এরপর একজন সংবাদকর্মী বিষয়টি পুলিশকে জানান। আরও একজন জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেন। 

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি অনুসন্ধানের জন্য শাহবাগ ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। নির্দেশের পর শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল শনিবার রাত সাড়ে ১০টার দিকে তোপখানা রোডের ওই বাসায় গিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করে এবং মেয়েটিকে উদ্ধার করে। মেয়েটি এখন চিকিৎসাধীন রয়েছে। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট