হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার দম্পতি কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার তানভির আহসান ও তাঁর স্ত্রী নাহিদকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম শাহিনুর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গৃহকর্মী নির্যাতনের ঘটনায় নিয়মিত মামলা না হওয়ায় ওই দম্পতিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। অন্যদিকে দুজনের পক্ষে জামিনের আবেদন জানান তাঁদের আইনজীবীরা। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

পুলিশ প্রতিবেদনে বলা হয়, নিয়মিত মামলা রুজু হলে তাঁদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। নির্যাতিত গৃহকর্মী সুইটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা মামলা করবেন। উদ্ধার হওয়া মেয়েটির শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন রয়েছে। 
 
জানা গেছে, গ্রেপ্তার তানভির আহসান একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। আর তাঁর স্ত্রী নাহিদ আইনজীবী। নির্যাতনের শিকার মেয়েটির বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার নবাবপুর গ্রামে। নয় মাস ধরে সে সেগুনবাগিচায় ওই দম্পতির বাসায় কাজ করছিল। 

প্রায় প্রতিদিনই ‘নানা অজুহাতে’ ওই দম্পতি মেয়েটিকে মারধর করতেন। নির্যাতনে মেয়েটির শরীরে জখমের চিহ্নসহ কিছু ছবি শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এক প্রতিবেশী। ছবিতে মেয়েটির চোখের নিচে আঘাতের চিহ্ন, শরীরের বিভিন্ন স্থানে জখম এবং আগুনে পোড়া ঘা দেখা যায়। 

এরপর একজন সংবাদকর্মী বিষয়টি পুলিশকে জানান। আরও একজন জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেন। 

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি অনুসন্ধানের জন্য শাহবাগ ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। নির্দেশের পর শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল শনিবার রাত সাড়ে ১০টার দিকে তোপখানা রোডের ওই বাসায় গিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করে এবং মেয়েটিকে উদ্ধার করে। মেয়েটি এখন চিকিৎসাধীন রয়েছে। 

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে