হোম > সারা দেশ > ঢাকা

জয়পুরহাটের আক্কেলপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে আবু তাহের ওরফে খোঁকা (৭২) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামের কান্দার বিলে, একটি গভীর নলকূপ ঘর সংলগ্ন একটি গ্যাস পাইপে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

আবু তাহের ওরফে খোকার বাড়ি কাঁঠাল বাড়ি শাহ পাড়া গ্রামে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খোঁকা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল রোববার রাতে বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি রাতের খাবার খান। এর পর পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। আজ ভোরে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর গ্রামের মসজিদের মাইকে তাঁর নিখোঁজের খবরটি এলাকায় জানানো হয়।

সকাল ৭টার দিকে মোহাম্মদপুর গ্রামের কৃষক রাশেদুল ইসলাম মাঠের ধান দেখতে যান। এ সময় তিনি ওই গভীর নলকূপ ঘরের পাশে একটি গ্যাস পাইপের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় খোকাকে দেখতে পান। এরপর তিনি গ্রামের লোকজনকে বিষয়টি জানান। পরে বেলা ১১টার দিকে খোকার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

খোকার পুত্রবধূ ছাবেরা খাতুন বলেন, ‘আমার শ্বশুরের মানসিক সমস্যা ছিল। গতকাল রোববার রাত আটটার দিকে তিনি বাড়িতে রাতের খাবার খান। এর পর আমরা ঘুমিয়ে পড়ি। ভোরে বাড়িতে না দেখে সবাই মিলে তাঁকে খোঁজাখুঁজি শুরু করি। পরে তাঁর ঝুলন্ত লাশের খবর জানতে পারি।

এ নিয়ে জানতে চাইলে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘খবর পেয়ে জয়পুরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমানসহ ঘটনাস্থলে উপস্থিত হই।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারি খোকার মানসিক সমস্যা ছিল। তাঁর লাশটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই