হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বাণিজ্য মেলা আর টোল আদায়ে ধীরগতি, গাউছিয়া-কুড়িল মহাসড়কে ১০ কিমি যানজট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া-কুড়িল সড়কের গাউছিয়া থেকে কাঞ্চন সেতুর টোল প্লাজা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ সোমবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকেও এমন চিত্র দেখা যায়। পুলিশ বলছে, বাণিজ্য মেলার কারণে সড়কে যানবাহনের চাপ তুলনামূলক বেশি। সেই সঙ্গে কাঞ্চন সেতুর টোল আদায়ে ধীরগতির কারণে এ যানজট। 

এ নিয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের টিআই (প্রশাসন) এম এ করিম বলেন, ‘কাঞ্চন সেতুর টোল আদায়ে ধীরগতির কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার কারণে সড়কে যানবাহনের চাপও তুলনামূলক বেশি। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। আশা করছি, শিগগির যানজট নিয়ন্ত্রণে আসবে।’ 

সরেজমিনে গাউছিয়া-কুড়িল সড়কে গেলে দেখা যায়, তীব্র যানজটের কারণে অনেকে হেঁটে গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছেন। 

নিয়মিত এই সড়কে যাতায়াত করা আব্দুল কাইয়ুম নামের এক ট্রাকচালক বলেন, ‘এখন আমাদের জন্য এই সড়কে যানজট নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তবে গত কয়েক দিনের তুলনায় আজকে যানজট বেশি। প্রায় দুই ঘণ্টা ধরে রূপগঞ্জের নলপাথর এলাকায় আছি। অথচ এখান থেকে কাঞ্চন সেতু পার হতে ২০-২৫ মিনিট সময় লাগে।’ 

দীনেশ চন্দ্র পাল নামের এক বাসযাত্রী বলেন, ‘পাঁচ বছরের শিশুকে নিয়ে মহাখালী হাসপাতালে যাওয়ার জন্য বাসে উঠেছি। কিন্তু দেড় ঘণ্টা পেরিয়ে গেছে, এখনো কালাদির বড়বাড়ি এলাকাই পার হতে পারিনি। কখন কাঞ্চন সেতু পার হব, আর কখন হাসপাতালে যেতে পারব বুঝতে পারছি না। এদিকে গাড়ি আটকে থাকার কারণে বাচ্চাটা খুব কান্নাকাটি করছে।’ 

বন্ধুবান্ধবকে নিয়ে বাণিজ্য মেলায় যাচ্ছিলেন একদল তরুণ-তরুণী। কথা হলে তাঁরা জানান, যানজটের কারণে হেঁটেই কাঞ্চন সেতুর দিকে যাচ্ছেন তাঁরা। কিছুটা কষ্ট হলেও মেলায় সন্ধ্যার আগে পৌঁছাতে চাইলে এ ছাড়া আর কোনো উপায় নেই। 

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট