হোম > সারা দেশ > ঢাকা

৯ ট্রাক নিয়ে নোঙর করা রজনীগন্ধা ফেরি ডুবল পদ্মায়

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

পদ্মা নদীতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে পরিবহনসহ রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে গেছে। ঘন কুয়াশার কারণে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ডুবে যাওয়া ফেরিটির উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীর ডুবুরি দল।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আরিচা স্থল ও নদী ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মজিবুর রহমান। 

তিনি জানান, ৭টি ছোট ও দুটি বড় ট্রাক ছিল ফেরিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ ফেরিটি উদ্ধারে কাজ করছে ঢাকা-মানিকগঞ্জসহ বিভিন্ন ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন। 

এ বিষয়ে আরিচা স্থল ও নদী ফায়ার স্টেশনে সিনিয়র ফায়ার ফাইটার আশফাকুর রহমান বলেন, ‘আজ সকাল ৮টা ১৭ মিনিটে আমরা খবর পাই। পরে স্পিডবোটসহ এই স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখন উদ্ধারকাজ চলছে।’

আরিচা অঞ্চলের ফেরি সেক্টরের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ফেরিতে থাকা যাত্রী ও যানবাহন শ্রমিকদের উদ্ধারে কাজ করছেন। এ পর্যন্ত যানবাহন শ্রমিকসহ ১০-১২ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারীরা। 

তিনি আরও জানান, ঘনকুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে গত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এমন অবস্থায় পাটুরিয়া ৫ নম্বর ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়।

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না