হোম > সারা দেশ > ঢাকা

৯ ট্রাক নিয়ে নোঙর করা রজনীগন্ধা ফেরি ডুবল পদ্মায়

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

পদ্মা নদীতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে পরিবহনসহ রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে গেছে। ঘন কুয়াশার কারণে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ডুবে যাওয়া ফেরিটির উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীর ডুবুরি দল।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আরিচা স্থল ও নদী ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মজিবুর রহমান। 

তিনি জানান, ৭টি ছোট ও দুটি বড় ট্রাক ছিল ফেরিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ ফেরিটি উদ্ধারে কাজ করছে ঢাকা-মানিকগঞ্জসহ বিভিন্ন ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন। 

এ বিষয়ে আরিচা স্থল ও নদী ফায়ার স্টেশনে সিনিয়র ফায়ার ফাইটার আশফাকুর রহমান বলেন, ‘আজ সকাল ৮টা ১৭ মিনিটে আমরা খবর পাই। পরে স্পিডবোটসহ এই স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখন উদ্ধারকাজ চলছে।’

আরিচা অঞ্চলের ফেরি সেক্টরের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ফেরিতে থাকা যাত্রী ও যানবাহন শ্রমিকদের উদ্ধারে কাজ করছেন। এ পর্যন্ত যানবাহন শ্রমিকসহ ১০-১২ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারীরা। 

তিনি আরও জানান, ঘনকুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে গত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এমন অবস্থায় পাটুরিয়া ৫ নম্বর ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা