হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

যাত্রা শুরু করল কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের আহ্বায়ক আশরাফুল ইসলাম ও সদস্যসচিব মো. আল আমিন। ছবি সংগৃহীত

জেলা ও তৃণমূলের সাংবাদিকদের অধিকার সুরক্ষা ও কল্যাণে ‘সত্য প্রকাশে ঐক্যবদ্ধ’ এই স্লোগানে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে যাত্রা শুরু করেছে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব। গতকাল সোমবার সংগঠনটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলামকে আহ্বায়ক এবং দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মো. আল আমিনকে সদস্যসচিব করে ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, দৈনিক কালের কণ্ঠ ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি শফিক আদনান, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি তাফসিলুল আজিজ, দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, দৈনিক বাংলা ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতু, দৈনিক ইনকিলাব এর জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্ এবং দৈনিক সময়ের কাগজের জেলা প্রতিনিধি মো. মোবারক হোসেন।

সন্ধ্যায় জেলা শহরের হোটেল শেরাটনের ৭ম তলায় কিশোরগঞ্জ নিউজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দৈনিক কালের কণ্ঠ ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি শফিক আদনান। এতে কিশোরগঞ্জ নিউজের ব্যবস্থাপনা সম্পাদক আবদুর রহমান রুমী, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক আতা মোহাম্মদ উবায়েদ, দৈনিক দেশের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসাইন, দৈনিক নাগরিক ভাবনার বিশেষ প্রতিনিধি সাইফুল্লাহ সাইফ, দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি তন্ময় আলমগীর, দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. আবু সাঈদ, বিডিটুয়েন্টিফোরলাইভ ডট কমের জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন আকাশ, সাংবাদিক আতাউল হাসান দিনার, বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি কিবরিয়া হিমেল প্রমুখ বক্তব্য দেন।

সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয়। এ ছাড়া আগামী ২৫ নভেম্বর পর্যন্ত সংগঠনের সদস্য ফরম বিতরণ করা ও জমা নেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল