গাজীপুর মহানগরীর টঙ্গীতে সাতটি ওয়ার্ডের কমিটি ঘোষণা করেছে বিএনপি। আগে গঠন করা ওয়ার্ড কমিটি বাতিল করে নতুন এসব কমিটি করা হয়। আজ শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টঙ্গী পূর্ব থানার সাতটি ওয়ার্ড কমিটি অনুমোদন দিয়েছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সরকার জাবেদ আহম্মেদ সুমন ও সদস্যসচিব গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সফি উদ্দিন সফি। কমিটি ঘোষণা দেওয়া টঙ্গীর ওয়ার্ডগুলো হলো ৪৪, ৪৫, ৪৭, ৪৮, ৪৯, ৫০ ও ৫৬।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কছিমউদ্দিন, নূরী মোস্তফা খান, ইসমাইল হোসেন, বেনজির খান পিন্টু, আবুল কালাম আজাদ পিন্টু, কাদির মোল্লা, শিশির সরকার, রিগান রহমান প্রমুখ।