হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ইভিএমের নির্বাচনে যাওয়া উচিত নয়, বললেন পরাজিত মেয়রপ্রার্থী তৈমুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ভোট গ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয় এমন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে পরাজিত মেয়রপ্রার্থী তৈমুর আলম খন্দকার। 

আজ সোমবার দুপুরে নেতাকর্মীদের জামিন শুনানির পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

তৈমুর আলম বলেন, ‘আমি মনে করি ইভিএম ব্যবহার করা হলে কোনো রাজনৈতিক দলের নির্বাচনে যাওয়া উচিত না। যারা নৌকাকে জেতানোর জন্য এসব ঘটনা ঘটিয়েছেন তাঁদের প্রত্যেককে জবাবদিহি করতে হবে একদিন। মনে রাখতে হবে, কেউ জবাবদিহির ঊর্ধ্বে নয়।’ 

তৈমুর আলম অভিযোগ করেন, নাসিক নির্বাচনে ভোট গ্রহণের আগে কয়েক দিনের মধ্যে যারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তাঁরা সবাই তাঁর সঙ্গে সম্পৃক্ত। পুলিশ নৌকার প্রার্থীকে জয়ী করতেই এই লোকগুলোকে গ্রেপ্তার করেছে। 

শুধু তাঁর সমর্থক হওয়ায় জয়দেব মণ্ডল নামে এক যুবককে হেফাজতে ইসলামের কর্মী সাজিয়ে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তৈমুর আলম। তিনি বলেন, ‘এখন হিন্দুরাও হেফাজত করে। পুলিশ অফিসাররা এসব নাটক করে সরকারকে খুশি করতে আমার লোকজনকে জেলে নিয়েছে।’ 

তৈমুর বলেন, ‘এই সরকার ও তার এজেন্সির কারণে ন্যূনতম লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। নৌকার ভরাডুবিকে সামনে দেখে তাঁরা এসব করেছেন। আমি তাঁদের অত্যাচার নির্যাতনের মধ্যে নির্বাচনটা করেছি।’ 

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন তৈমুর আলম খন্দকার। বিএনপি দলীয় ভাবে এবার স্থানীয় সরকার নির্বাচন বর্জন করে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তৈমুর আলম খন্দকার নাসিক নির্বাচন মেয়রপ্রার্থী হওয়ায় তাঁকে সেই দায়িত্ব থেকে প্রথমে অব্যাহতি দেওয়া হয়। পরে দল থেকেই বহিষ্কার করে বিএনপি। 

ঢাকা-১৯ আসন: বিভক্ত জামায়াত, সুযোগ বিএনপির

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

মুছাব্বির হত্যা: পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় অস্বীকার, কারাগারে বিল্লাল

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে