হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে বিএনপির কমিটি বাতিলের দাবিতে একাংশের জুতা ও ঝাড়ুমিছিল

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। আজ শুক্রবার উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের চরপাড়া এলাকায় উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান ও সদস্যসচিব মোশারফ হোসেনের বিরুদ্ধে জুতা ও ঝাড়ুমিছিল করেন তাঁরা। 

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া সাইফুল ইসলাম ও আমির হোসেন বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান ও সদস্যসচিব মোশারফ হোসেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিসহ ১০টি ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটিতে কোনো ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। এসব কমিটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগসাজশ করে দলে ঠাঁই দেওয়া হয়েছে। ঘরে বসে অগণতান্ত্রিক পন্থায় ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করেছে। অবিলম্বে এসব কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের স্থান দিয়ে কমিটি গঠনের দাবি জানিয়েছেন তাঁরা।

এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাসির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল রানার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরচিপূর্ণ স্ট্যাটাসের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। 

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন