দীর্ঘ প্রায় পাঁচ বছর পর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আবাসিক হলগুলোর সম্মেলন। আগামী ২৮ নভেম্বর থেকে এ সম্মেলন শুরু হবে। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ১৮টি হল ছাত্রলীগের বার্ষিক সম্মেলন আগামী ২৮ নভেম্বর হতে অনুষ্ঠিত হবে। এ ছাড়া হল সম্মেলন উৎসবমুখর, নান্দনিক ও সুপরিকল্পিত করতে প্রতিটি হলের কর্মীদের সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
এ ব্যাপারে সনজিত চন্দ্র দাস বলেন, করোনা মহামারির কারণে হল সম্মেলন করা সম্ভব হয়নি। আগামীকাল রোববার থেকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আমরা দেশের বাইরে যাচ্ছি। ১৫ দিন পর যখন ফিরে আসব তখন সার্বিক প্রস্তুতি নিব। ২৮ নভেম্বর থেকে হল সম্মেলন শুরু হবে। এরপর দ্রুততম সময়ে আমরা হল কমিটি দিয়ে দিব।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আবাসিক হলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।