হোম > সারা দেশ > ফরিদপুর

বিএনপি নির্বাচনে এলে শিডিউল পরিবর্তন করা হবে, ফের জানালেন ইসি আলমগীর

ফরিদপুর প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলে নির্বাচনী শিডিউল পরিবর্তন বিবেচনায় থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। আজ সোমবার বিকেলে ফরিদপুরে প্রশাসন ও নির্বাচনে দায়িত্বাধীন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

বেলা ৩টায় ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। 

বিএনপির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন বলেন, ‘নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে যে আগামী ৭ জানুয়ারি নির্বাচন হবে। এই শিডিউল পরিবর্তন করার কোনো সম্ভাবনা নেই। তবে, যদি বিএনপি নির্বাচনে আসতে চায়, সে ক্ষেত্রে আমরা বিবেচনা করব। বিএনপি নির্বাচনে আসবে কি না, সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তারা নির্বাচনে আসলে শিডিউল পরিবর্তন করতে হলে করা হবে।’ 
 
তিনি আরও বলেন, এই নির্বাচন না করলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। বিভিন্ন দেশি-বিদেশি সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করছেন। এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। 
 
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষতা প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, ‘প্রশাসনের কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করবেন না বলে আমাদের জানিয়েছেন। তাঁরা সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচনে দায়িত্ব পালন করবেন। তা ছাড়া, সরকারি কর্মকর্তা যাঁরা নির্বাচনের দায়িত্ব পালন করবেন, তাঁদের জন্য আলাদা একটি আইন আছে। সেখানে কঠোর শাস্তির কথা বলা আছে। কে সেই ঝুঁকি নিতে যাবে?’ 

এর আগে নির্বাচনী প্রস্তুতির সার্বিক বিষয়ে মতবিনিময় করেন এ নির্বাচন কমিশনার। এ সময় ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহান, র‍্যাব-১০ সিপিসি-৩-এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কে এম শাইখ আকতার, বিজিবি কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমাসহ নির্বাচনে দায়িত্বরত সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন