হোম > সারা দেশ > ঢাকা

উৎসবের আমেজে জয় বাংলা ম্যারাথন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উৎসবমুখর পরিবেশ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ হাফ ম্যারাথন প্রতিযোগিতা। বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় তিন হাজার ৫০০ দৌড়বিদ অংশ নেন। 

আজ শুক্রবার ভোর ৫টায় শুরু হয়ে ম্যারাথন শেষ হয় সকাল ৯টায়। প্রতিযোগিতায় অ্যাথলেটগণ চারটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার ব্যাপ্তিকাল ছিল ৩ ঘণ্টা ৪০ মিনিট। ৫০ ঊর্ধ্ব মহিলাদের ক্যাটাগরিতে ১ম স্থান অধিকার করেন নারী অ্যাথলেট ইরি লি কৈকি; তিনি ২ ঘণ্টা ২০ মিনিট ০৪ সেকেন্ড সময়ে ফিনিশিং লাইন অতিক্রম করে তিনি প্রশংসা কুড়িয়েছেন। 

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 

আসাদুজ্জামান খান বলেন, ‘আজকে ম্যারাথনের মাধ্যমে পুলিশ দেখিয়ে দিল যে, পুলিশ সবই পারে। করোনার সময় সন্তানকে ফেলে রেখে চলে গিয়েছে মা। দাফন করতেও আসে নাই। এমন অসহায় অবস্থায় পুলিশ তাঁদের পাশে ছিল। যেখানেই যা প্রয়োজন পুলিশ জনগণের সহযোগিতা করেছে যা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। পুলিশ মানুষকে এক প্ল্যাটফর্মে এনে স্পোর্টসের মাধ্যমে একত্রিত করার দক্ষতা দেখিয়ে দিয়েছে। তাঁদের ধন্যবাদ।’ 

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। 

এর আগে প্রধান অতিথি হিসেবে ম্যারাথন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন