হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হাওরে লিওনেল মেসির ভাস্কর্য

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শুরু হতে বাকি মাত্র কয়েক ঘণ্টা। সারা বিশ্বের পাশাপাশি বিশ্বকাপ উন্মাদনা কাঁপছে বাংলাদেশও। প্রিয় দল ও প্রিয় তারকার নাম সংবলিত জার্সি, গরু জবাই করে ভূরিভোজ, স্ত্রী গয়না ও জমি বেচে পতাকা তৈরি, মিছিল ও ঝগড়াসহ নানা আলোচিত ঘটনার জন্ম দিয়েছে ফুটবল প্রেমীদের। তবে সবকিছু ছাড়িয়ে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির ভাস্কর্য বানিয়ে আলোচনার জন্ম দিয়েছেন সজিব কুমার দাস। 

মেসি’র ভাস্কর্য বানিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের মসজিদজাম গ্রামের স্টুডিও মালিক সজিব। বিশ্বকাপে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে বিজয়ী হলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কে ৩০ হাজার টাকা খরচ করে লিওনেল মেসির ভাস্কর্য নির্মাণ করেন সজিব। ভাস্কর্য নির্মাণের পর মেসি ভক্তদের ভিড় জমে মসজিদজাম এলাকায়। 

সজিব প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখার জন্য ৬০ হাজার টাকা খরচ করে বড়পর্দা কিনেছেন। তৈরি করেছেন প্যান্ডেলও। যেখানে কয়েকশ মানুষ বসে খেলা দেখতে পারবেন। 

আজ রোববার বিকেলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের মসজিদজাম এলাকায় গিয়ে দেখা, সড়কের ফুটপাতে দুই হাত উঁচিয়ে দাঁড়িয়ে আছে ফুটবল তারকা লিওনেল মেসি। পাশেই ভক্তদের ভিড়। আর শিরোপা নিয়ে নানা রকম আলোচনা। মেসি ভক্তদের উল্লাস বাড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন অর রশিদ। চলতি পথে হঠাৎ গাড়ি থামিয়ে ভাস্কর্যের সঙ্গে ছবিও তোলেন ইউএনও। এ সময় একক ও দল বেঁধে ছবি তুলতে দেখা যায় মেসি ভক্তদের। 

এ বিসয়ে মালিক সজিব কুমার দাস বলেন, ‘প্রিয় দল আর্জেন্টিনার খেলা উপভোগ করতে আমি প্যান্ডেলে বড়পর্দায় খেলা দেখার আয়োজন করেছি। মেসির ভাস্কর্যও বানিয়েছি। এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, এতে আমি খুশি।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন