হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক দুটি রেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। কুড়িল বিশ্বরোড ও উত্তরা আজমপুর এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। আজ শনিবার বেলা ১২টার দিকে কুড়িল বিশ্বরোডে অজ্ঞাত (৬০) বছরের এক বৃদ্ধা ও আজমপুর এলাকায় বেলা আড়াইটার দিকে আব্দুল আজিজ  (৩৫) এক অটোচালক নিহত হন।

ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ পরিদর্শক (এএসআই) মহিউদ্দিন বলেন, ‘বেলা ১২টার দিকে কুড়িল বিশ্বরোড রেললাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া এক ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হন। তার পরিচয় পাওয়া যায়নি।’

মহিউদ্দিন আরও জানান, দুপুর আড়াইটার দিকে আজমপুর রেললাইনে পরিদর্শন গ্যাংকারের ধাক্কায় গুরুতর আহত হয় আটোচালক আজিজ। পরে সেখান থেকে তাকে দক্ষিণখান থানা পুলিশ বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়। সেখানে অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা পৌনে সাতটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার সময় রেললাইন পারাপার হচ্ছিল আজিজ। এমন সময় পরিদর্শনের গ্যাংকারের ধাক্কায় তিনি আহত হন।

নিহত আজিজের ভাই মো. হাবিব জানায়, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার কোতয়ালির কসাইবাড়ি গ্রামে। বাবার নাম রেজত আলী। বর্তমানে দক্ষিনখাণ আশকোনা এলাকায় থাকে তারা। আজিজ অটোরিকশা চালাতো। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি